আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে পটিয়া ও লোহাগাড়ায় আলোচনা সভা

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে আলোচন সভা ও র্যা লি। সভায় বক্তারা দুর্নীতির হাত থেকে দেশকে বাঁচাতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

পটিয়া

বিগত ১৫ বছরের অপশাসন, দুর্নীতিতে দেশকে বাঁচাতে তরুণ-যুবকরাই বুক পেতে রক্ত দিয়েছে। তরুণ-যুবকদের একটি সফল গণঅভ্যুত্থান মাধ্যমে দেশ অপরাজনীতি দুঃশাসনমুক্ত হয়েছে। আজকের তরুণরাই আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শক্তি।

সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

পটিয়া উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভুঞা জনী। দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের সহযোগিতায় পটিয়া উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি এ অনুষ্ঠানের আয়োজন করে।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—স্লোগানকে সামনে রেখে পটিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি সৈয়দ খুরশিদ আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সনাক পটিয়ার সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ।

উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, ছাত্র প্রতিনিধি জাহাঙ্গীর আলম।

সভায় দুর্নীতিবিরোধী দিবসের ধারণাপত্র উপস্থাপন করেন টিআইবি’র ইয়েস লিডার দীপা শীল।

এতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিন, উপজেলা দুপ্রক সহসভাপতি আবুল খায়ের, সদস্য রোকেয়া আকতার, টিআইবি পটিয়ার এরিয়া কো-অর্ডিনেটর এ জে এম জাহাঙ্গীর, সনাক সহ-সভাপতি শীলা দাশ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোহাগাড়া

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা—এ শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের লোহাগাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে পটিয়া ও লোহাগাড়ায় আলোচনা সভা 1

সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক পুষ্পেন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান।

অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন, শান্তির পায়রা অবমুক্ত এবং দুর্নীতিবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা আসাদ উল্যাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাজ্জাদুর রহমান, বটতলী শহর পরিচালনা কমিটির আহ্বায়ক, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী নায়েবে আমীর কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মাহাবুবর রহমান, সহ-সভাপতি অধ্যাপক আবদুল খালেক, সদস্য স্বপ্না দেবী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm