আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের ভারতীয় ৩ সদস্য ৩ দিনের রিমান্ডে

চট্টগ্রাম থেকে জুয়ার ঘটনায় গ্রেফতার তিন ভারতীয় তিন নাগরিককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন মুরাদ এ আদেশ দেন।

এ ব্যাপারে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা তিন বিদেশী জুয়াড়িকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছি। আদালত আমাদের আবেদন আমলে নিয়ে প্রত্যক আসামীকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে।’

তিনি আরও বলেন, ‘তারা কিভাবে, কাদের সাহায্য নিয়ে ষ্টেডিয়ামে প্রবেশ করেছে সেটা রিমান্ডের পর বলতে পারবো।’

এর আগে ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ চলাকালীন দুপুর ২টা ৩০ মিনিটে নগরীর পাহাড়তলি থানাধীন জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের রুফটপ থেকে সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩), সানী ম্যাগু (৩২) নামে এই তিনজনকে আটক করা হয়।

জানা যায়, গত এক মাস ধরে গোয়েন্দা নজরদারিতে ছিলো আন্তর্জাতিক মানের এই তিন জুয়াড়ি। মুলত দেশে চলমান টেস্ট ম্যাচের উপর জুয়া লাগাতে দেশে আসে তারা। কিন্তু শেষ পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যদের হাতে আটক হয়।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!