আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজন করছে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট

দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি মাইজভাণ্ডার দরবার শরীফের সম্মেলন কক্ষে প্রতিযোগিতার কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধান পৃষ্ঠপোষক সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী।

এসময় উপস্থিত ছিলেন আলোকচিত্র প্রতিযোগিতার পৃষ্ঠপোষক সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, প্রতিযোগিতার সেক্রেটারি শরীফ আহমেদ এবং আলোকচিত্র প্রতিযোগিতার চেয়ারম্যান শোয়েব ফারুকী।

সভায় সুফীবাদের দর্শন আন্তর্জাতিক অঙ্গণে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী তাঁর বক্তব্য উপস্থাপন করেন। সুফিবাদ চর্চার বিষয়ে মাইজভাণ্ডার শরীফের সামগ্রিক কর্মকাণ্ডের উপর আলোকপাত করেন পৃষ্ঠপোষক সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী, শরীফ আহমেদ, ও শোয়েব ফারুকী।

সুফীবাদের দর্শন ও আচার অনুষ্ঠানগুলি বিশ্বব্যাপী প্রচার করাই এই আলোকচিত্র প্রতিযোগিতার মূল লক্ষ্য। দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট [DIRI] আয়োজিত আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতাকে স্বীকৃতি প্রদান করছে নেদারল্যান্ডভিত্তিক আলোকচিত্র সংস্থা গ্লোবাল ফটোগ্রাফিক ইউনিয়ন, তুরস্ক ভিত্তিক আলোকচিত্র সংস্থা SILLE SANAT SARAYI (SSS), বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS) এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এ উপলক্ষে এক মতবিনিময় সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চবির উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, উপ উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, কলা অনুষদরর ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ, প্রফেসর ড. কাযী এস এম খসরুল আলম কুদ্দুসী, কলা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, ড. মো. শেখ সাদী, কাযী মোহাম্মদ সাইফুল আসপিয়া।

প্রতিযোগিতার বিভাগসমূহ:
১) প্রকৃতির নির্মলতা/নির্মল প্রকৃতি। ২) বিশ্বব্যাপী সুফী আচার অনুষ্ঠান এবং সুফী কার্যকলাপ। ৩) বিশ্বব্যাপী সুফী মঠ, মাজার, সমাধি ইত্যাদির স্থাপত্য দৃশ্য। ৪) মাইজভাণ্ডার দরবার শরীফ এবং এখানকার সুফী আচার অনুষ্ঠানাদি।

পুরস্কার : মোট পুরষ্কার সংখ্যা ১৪২টি এবং অর্থ পুরষ্কার ৪৭০০ মার্কিন ডলার। মাইজভাণ্ডার দরবার শরীফ এবং এখানকার সুফী আচার অনুষ্ঠানাদির উপর শ্রেষ্ঠ ছবির পুরষ্কার, বিশেষ ট্রফি এবং ১০০০ মার্কিন ডলার। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ আলোকচিত্রীর জন্য বিশেষ পুরষ্কার ৫০০ মার্কিন ডলার। এছাড়া ৪টি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক এবং ২৪টি বিশেষ পুরস্কার।

স্বর্ণপদক বিজয়ী ১৬জন আলোকচিত্রীর প্রত্যেকে স্বর্ণপদক ছাড়াও আরও ২০০ মার্কিন ডলার পুরষ্কার পাবেন।
সারা বিশ্বের অপেশাদার এবং পেশাদার সকল আলোকচিত্রী কোনো এন্ট্রি ফি ছাড়াই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। শুধুমাত্র ডিজিটাল মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। প্রতিযোগিতার সকল তথ্য www.diriphotosalon.org এই ওয়েবপেজে পাওয়া যাবে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm