আনোয়ারা পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ —শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের উদ্যোগে শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার থানার মোড় এলাকায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে।

শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অ্যাডভোকেট. আবদুল জলিল স্মৃতি মিলনায়তনে এসে শেষ হয়। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদের সভাপতিত্বে ও ওসি তদন্ত এস.এম দিদারুল ইসলাম সিকদারের সঞ্চালনায় একটি আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ মালেক, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মোহাম্মদ সৈয়দ।

অন্যদের মধ্যে বৈরাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান, বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরো, সদর ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুর রশিদসহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় আনোয়ারা আর্দশ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সম্মাননা দেওয়া হয়।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!