আনোয়ারায় হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধার

0

চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির পায়ে পিষ্ট মোমেনা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) রাত আটটার দিকে বটতলী ইউনিয়নের পুরাতন গুচ্ছগ্রামে ডা. ফরিদের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন ওই গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রী।

বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান চৌধুরী বলেন, ‘মোমেনা খাতুন নিজ রান্নাঘরে বসে রাতের খাবার তৈরি করছিলেন। এ সময় বন্য হাতি ঘরে ঢুকে তাঁকে পা-দিয়ে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসন ঘটনাস্থলে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, ‘বন্য হাতির আক্রমণে নিহত বৃদ্ধার পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

s alam president – mobile

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!