আনোয়ারায় শর্টসার্কিটের আগুনে ৭ বাড়ি পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে আগুন লেগে ৭ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় পূর্ব শীলপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন অনিল শীলের ছেলে লিটন শীল, মহানবাশীর ছেলে হিমাসং শীল, সাধন শীলের ছেলে সাগর শীল, সমীল শীলের ছেলে বিকাশ শীল, শান্তি শীলের ছেলে টিকু শীল ও শকু শীল, কগেন্ধ শীলের ছেলে প্রবাত শীল।

জানা গেছে, ডা. মতি লালের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জামাল উদ্দিন। তিনি বলেন, ‘খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস ও স্থানীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।’

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল মিত্র বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!