আনোয়ারায় শর্টসার্কিটে পুড়ল ১৯ বাড়ি (ভিডিওসহ)

২৫ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রামের আনোয়ারায় শর্টসার্কিটের আগুনে ১৯ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের শিলারিয়া গ্রামের রঞ্জিত মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

YouTube video

আগুনে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য নিউটন। তিনি বলেন, ‌‌‘৯৯৯ ফোন করে আগুনের ঘটনা জানালে ৩০ মিনিট পর আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি টিম এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল মিত্র।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm