আনোয়ারায় ‘ব্যক্তিগত কারণে’ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৬ চেয়ারম্যান প্রার্থী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০ ইউনিয়নে মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে ৬ চেয়ারম্যান ও ৩৩ ইউপি সদস্য প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে সংরক্ষিত মহিলা সদস্য পদে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি।

রোববার (১৯ ডিসেম্বর) এসব প্রার্থী ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বলে জানা যায়।

আনোয়ারা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রোববার নির্বাচনী মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে উপজেলার বারশত ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম চৌধুরী বাবুল ও সমীরন নাথ, রায়পুর ইউনিয়নে ছালামত উল্লাহ চৌধুরী, আনোয়ারা সদর ইউনিয়নে স্বপন ধর, চাতরী ইউনিয়নে সামশুল ইসলাম চৌধুরী এবং পরৈকোড়া ইউনিয়নে মোহাম্মদ আলী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

এছাড়া সদস্য পদে বৈরাগে ৪ জন, বারশত ইউনিয়নে ৩ জন, রায়পুরে ২ জন, বটতলী ইউনিয়নে ৪ জন, বরুমচড়া ইউনিয়নে ১ জন, বারখাইন ইউনিয়নে ২ জন, সদরে ৭ জন, চাতরীতে ৫ জন এবং পরৈকোড়া ইউনিয়নে ৫জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

একমাত্র হাইলধর ইউনিয়নে কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি।

আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার খালেদ জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে উপজেলার ১০ ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী ও ৩৩ জন ইউপি সদস্য তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

প্রার্থীরা ব্যক্তিগত কারণ দেখিয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান তিনি।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!