আনোয়ারায় বৈদ্যুতিক শর্টসার্কিটে পুড়লো বসতঘরসহ দুই গরু

চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে বসতঘরসহ দুইটি গরু। সোমবার (১০ জুন) রাত ৩ টার দিকে রায়পুর ইউনিয়নের পশ্চিমপাড়া কালাচাঁন্দ মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত আব্দুল গফুর জানান, রাতে আমার বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আশেপাশে কোনো বাড়িঘর না থাকায় আগুন নেভাতে কাউকে পাওয়া যায়নি। আগুনে আমার দুইটি গরুসহ আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm