আনোয়ারায় পুলিশ পরিচয়ে বৃদ্ধের ২ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা চাতরী চৌমুহনীতে পুলিশ পরিচয়ে আবদুল অদুদ (৬৫) নামে এক বৃদ্ধের কাছ থেকে প্রতারণা করে ২ লক্ষ ৩৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে চাতরী চৌমুহনীতে এ ঘটনা ঘটে।

আবদুল অদুদ বলেন, ‌‘আমার পারিবারিক সম্পত্তি বিক্রির টাকা নিয়ে আনোয়ারা রেজিষ্ট্রি অফিস থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে চাতরী চৌমহনী বাজারে একটি রেস্টুরেন্টে যাই। খাওয়া-দাওয়া শেষে আমার বোন জোবেদা খানম ও তার স্বামীসহ শহরে উদ্দেশ্যে বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় একজন লোক হঠাৎ গায়ের উপর এসে ধাক্কা দেয়। অজ্ঞাত ব্যক্তি দুঃখিত বলে পুলিশ পরিচয় দিয়ে আমার কাছ থেকে জিজ্ঞেস করেন কোথায় যাবেন? আমি শহরে যাব বললে তিনি বলেন শহরে গোলাগুলি হচ্ছে, গেলে আমার সাথে চলেন। পরে সে আমাকে হাত ধরে বাজারের উত্তর পাশে মসজিদের সামনে নিয়ে যায়। সেখানে অপেক্ষায় থাকা দুই ব্যক্তিসহ তিনজন মিলে আমাকে একটি কাগজে স্বাক্ষর করতে বলেন এবং আমাদের যা আছে তা দিয়ে দিতে বলেন। তখন তারা আমাদের ভয়ভীতি দেখিয়ে আমার ১ লাখ ৪৩ হাজার ও আমার বোনের ৯০ হাজার টাকাসহ মোট ২ লাখ ৩৩ টাকা নিয়ে পালিয়ে যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‌‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!