আনোয়ারায় দেড় কোটি টাকার ইয়াবাসহ দুই ব্যবসায়ী ধরা

চট্টগ্রামের আনোয়ারায় ৩ নম্বর রায়পুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা বহনকারী একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

শুক্রবার (২১ মার্চ) দিবারাত আনুমানিক ১টার দিকে গহিরা সংলগ্ন সাঙ্গু নদীর মোহনা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলো- মো. জামাল উদ্দিন (২৫) ও মো. ফারুক (২৬)। দুইজনই আনোয়ারা উপজেলার এলাকার বাসিন্দা বলে জানিয়েছে কোস্টগার্ড।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম হায়াত ইবনে সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে এক লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি কাঠের নৌকাও জব্দ করা হয়। দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আনোয়ারা থানায় তাদের হস্তান্তর করা হয়। জব্দ করা ইয়াবার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলেও জানান তিনি।

মুআ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!