চট্টগ্রামের আনোয়ারায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিটি নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনার ঝড় বইছে। তবে ছবিটি মিথ্যা দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ছাত্রলীগ নেতা।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারায় থানায় এ ডায়েরি করা হয়।
জানা গেছে, শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ‘আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগ’ নামক একটি ফেসবুক আইডি থেকে বটতলী কলেজ ছাত্রলীগ নেতা আলী আজগরের ইয়াবা সেবনের খন্ড চিত্র লিখে একটি ছবি পোস্ট করা হয়। ছবিটি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়লে ছাত্রলীগ নেতা আলী আজগর ছবিটি মিথ্যা ও মানহানিকর দাবি করে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা আলী আজগর বলেন, ছবিটি দেখে আমি নিজেও হতবাক। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য প্রতিপক্ষরা কম্পিউটার থেকে এডিট করে এ কাজটি করেছে। এ ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সাধারণ ডায়েরির বিষয়ে সত্যতা স্বীকার করে আনোয়ারা থানার ওসি (তদন্ত) এস এম দিদারুল ইসলাম বলেন, থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আলী আজগর নামে এক ব্যক্তি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এসএ