আনোয়ারায় গাছে বিদ্যুতের তার, প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের আনোয়ারায় গাছ কাটতে উঠে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে আমির হোসেন (২৮) নামে এক যুবকের মুত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একই এলাকার ব্যবসায়ী শওকত আলীর বাড়িতে গাছ কাটতে যায় আমির হোসেন। এ সময় গাছের সঙ্গে বৈদ্যুতিক তার লেগে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা যাওয়ার খবর শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ আসলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm