আনোয়ারায় এ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ ৩

চট্টগ্রামের আনোয়ারায় রোগীবাহী এ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণে ২ নারীসহ ৩ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার খলিলুর রহমানের ছেলে মফিজুর রহমান (৭০), কালাম হোসেনের স্ত্রী জয়নাব বেগম (২৮) ও ছনুয়া কাজী পাড়ার শাহাব উদ্দিনের স্ত্রী বুলবুল আক্তার (২৫)।

আনোয়ারায় এ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ ৩ 1
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণ পাশের সড়কে এ ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছেন আরও ৩ জন। তারা হলেন, সাইফুদ্দিন (২৫), নেজাম উদ্দিন (২০) ও চকরিয়ার সামসুল আলমের ছেলে এ্যাম্বুলেন্সের হেলপার মোহাম্মদ মুন্না (২৫)। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জনা গেছে।

আনোয়ারায় এ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ ৩ 2

আহতদের স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। তিনি বলেন, ‘এ্যাম্বুলেন্সটি রোগী বহন করছিল। এ্যাম্বুলেন্সে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

আহতদের মধ্যে চমেক হাসপাতালে বুলবুল আক্তার নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!