আনোয়ারায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

0

চট্টগ্রামের আনোয়ারায় ৫২টি ইয়াবাসহ মাহামুদুল ইসলাম আরমান (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ১৫ নম্বর ফেরিঘাট এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, আরমান ইয়াবা বিক্রি করছিল এমন খবর পেয়ে উপজেলার ১৫ নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের মৃত আবু তাহেরের পুত্র আরমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫২টি ইয়াবা পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ পারভেজ। তিনি বলেন, আরমানকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

s alam president – mobile

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!