আনোয়ারায় অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘর পুড়ে ছাই

0

আনোয়ারায় অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সরকারি কলেজ এলাকায় হরিপদ চক্রবর্তীর কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে অঞ্জন চক্রবর্তীর তিনটি ও দেবাশীষ চক্রবর্তীর দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা, গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসপত্র ও জমির দলিলপত্র পুড়ে যায়।

আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা দুলাল মিত্র বলেন, ‘খরর পেয়ে আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুণে পাঁচটি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।’

s alam president – mobile

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!