চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হোসাইন চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) স্কুলের অফিসে বিদ্যালয়ের নয়জন নির্বাচিত সদস্যদের মধ্যে পাঁচজন সদস্যের প্রত্যক্ষ ভোটে মো. হোসাইন চৌধুরী ওই বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচিত হন।
অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাদেক চৌধুরী চার ভোট পান।
নবনির্বাচিত সভাপতি প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন।
মো. হোসাইন চৌধুরী জীবন বীমা কর্পোরেশনের অবসরপ্রাপ্ত ম্যানেজার ও জীবন বীমা কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সামাজিক সংগঠন জনকল্যাণ সংস্থার সভাপতি ছিলেন।