আনোয়ারার বিলপুর সরকারি প্রাথমিক স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় বিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিলাশ কান্তি দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি মো. ইসমাইল ।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম ছরোয়ার হোছাইন।

আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও সহ সভাপতি মো. মোকতার হোসেন, ইউপি সদস্য রাজু দাশ গুপ্ত, সদস্য নাছরিন সুলতানাসহ শিক্ষক এবং অভিভাবকরা।

পরে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

কাঞ্চন/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm