আনোয়ারা সাংবাদিক সমিতির পাঠাগার উদ্বোধন

চট্টগ্রামের আনোয়ারায় পেশাদার ও তরুণ সাংবাদিকদের সংগঠন ‘আনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় আনোয়ারা সাংবাদিক সমিতির কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন পাঠাগার উদ্বোধন করেন।

এ সময় ইউএনও বলেন, ‘বই পড়ার বিকল্প নেই, বই মানুষকে জ্ঞানের উচ্চ শিখরে আরোহণ করায়। তাই বই পড়ায় অভ্যস্ত হতে হবে। সাংবাদিকতার কলাম লিখতে এবং সাংবাদিকতা করতে প্রচুর বই পড়তে হবে।

তিনি বলেন, আনোয়ারা সাংবাদিক সমিতি আনোয়ারার সাংবাদিকতাকে একটি অনন্য স্টেজে নিয়ে গেছে। এই সংগঠনের সদস্যরা তারা চিন্তা-চেতনায় নিজেদের পোক্ত করেছে। এই জায়গা থেকে সাংবাদিকতা ক্যারিয়ার হিসেবে নিতে আরও উচ্চ জায়গায় চিন্তা করতে হবে। নিজেদের দক্ষতায় সাংবাদিকতা এবং সৃজনশীল কাজের মাধ্যমে সমাজ সভ্যতা দেশের জন্য সবাইকে আরো বেশি এগিয়ে যাবে বলে আশা করছি।

আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি এনামুল হক নাবিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম সঞ্চলনায় এ সময় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm