চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজের দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) কলেজ মাঠে এ ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল্লাহ আল মামুন।
ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক সুজন আচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিশারী বড়ুয়া, সৈয়দা কুমকুম খায়ের, তানিজা তাসনীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ রিদুওয়ানুল হক, প্রফেসর মোহাম্মদ মীর কাসেম চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মোসলেহ উদ্দীন সিরাজী, নুরুল ইসলাম, আনিস উর রহমান মাহমুদ, সিদুল কান্তি বড়ুয়া, মনিরা সুলতানা, রুবিনা আকতার, মোহাম্মদ হাসান, দিলীপ কুমার সরকার, রুজিনা ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন, সাবেক কলেজ ছাত্র লীগের সভাপতি এম নজরুল ইসলাম, ছাত্র নেতা ফারুকুল ইসলাম।
ক্রীড়া পরিচালনায় ছিলেন প্রশান্ত কুমার চৌধুরী, মনির উদ্দিন সহ কলেজের শিক্ষকমণ্ডলী।
ডিজে