আনোয়ারার সাবেক চেয়ারম্যান লুকিয়ে ছিলেন বাকলিয়ায়, মধ্যরাতে গ্রেপ্তার

গ্রেপ্তার এড়াতে নিজ এলাকার গ্রাম ছেড়ে নগরীর বাকলিয়ায় ভাড়া বাসায় লুকিয়ে থেকেও শেষ রকম হয়নি
আনোয়ারার সাবেক চেয়ারম্যান নাজিমের।

রোববার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নাজিম উদ্দীন হাইলধর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নাজিম আত্মগোপনে ছিলেন। গ্রাম ছেড়ে নগরীর বাকলিয়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। পুলিশের একটি দল অভিযানের চালিয়ে বাসা থেকে তাকে আটক করে।

পুলিশ জানিয়েছে, নাজিম উদ্দীন বিভিন্ন মিছিল ও রাজনৈতিক সভা-সমাবেশে সক্রিয় ছিলেন।

আনোয়ার থানার ওসি মো. মনির হোসেন জানান, ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ থাকায় নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। শিগগিরই সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm