চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে ভেসে এলো অজ্ঞাত এক ব্যক্তির লাশ। তবে ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৮ জুন) সৈকতে লুসাইপার্ক এলাকায় বিকেল ৪টার সময় জোয়ারের পানিতে এই লাশ ভেসে আসে।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ্।
এই বিষয়ে চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ্ জানান, বৃহস্পতিবার বিকালে জোয়ারে পানিতে অজ্ঞাত ব্যক্তির লাশটি ভেসে আসলে প্রত্যক্ষদর্শীরা খবর দেয়। পরে আমি সরেজমিনে পরিদর্শন করে থানা এবং নৌ-পুলিশকে জানিয়েছি।
বারআউলিয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কাইসার মাতুব্বর বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। লাশের পরিচয় পাওয়া না গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ডিজে