আনোয়ারার উপকূলে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে আনোয়ারার উপকূল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সিপাতলী ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত যুবকের লাশটি ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। খবর দিলে বার আউলিয়া ঘাট নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

বার আউলিয়া ঘাট নৌ-পুলিশের ইনচার্জ টিটু দত্ত বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি কোনো এক জেলের হতে পারে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm