চট্টগ্রামে আনোয়ারায় হাতির আক্রমণে হালিমা খাতুন নামের এক গুচ্ছগ্রাম প্রকল্পের উপকারভোগীর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) রাতে বটতলী গ্রামের গুচ্ছগ্রাম প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হালিমা খাতুন (৬৫) রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের স্ত্রী। তার সাত ছেলে রয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে প্রায় চারটি হাতির একটি পাল নতুন গুচ্ছগ্রাম প্রকল্প এলাকায় ঢুকে পড়ে। পরে স্থান ভয়ে পাড়ার অনেকেই পালিয়ে যায়। স্থানীয়রা হাতির পাল তাড়িয়ে দেন। রাত ১০ টার দিকে হালিমা খাতুন একই এলাকায় পুরাতন গুচ্ছগ্রাম এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে হাতির আক্রমণে শিকার হলে তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা পাহাড়ে তার লাশ দেখতে পান।
নিহতের ছেলে সালাহ উদ্দিন বলেন, ২০০৯ সালে আমার বাবা মারা যায়। ভিটে-মাটি না থাকায় তৎকালীন স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় ২০১১ সালে গুচ্ছগ্রাম প্রকল্পে একটি ঘর পাই। তখন থেকে বসবাস করে আসছি। গতকাল রাতে হাতির আক্রমণে মাকেও হারিয়ে ফেলেছি।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, হাতির আক্রমণে গুচ্ছগ্রাম প্রকল্পের এক উপকারভোগীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।
ডিজে