চট্টগ্রামের আনোয়ারায় সবজি বাগান থেকে মো. শরীফ নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এক সবজি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত শরীফ (৬৫) ওই এলাকার মৃত দুদু মিয়ার ছেলে বলে জানান স্থানীয়রা।
নিহতের স্ত্রী খোরশিদা বেগম জানান, দুপুরে প্রতিবেশী হারুনের বাড়িতে সবজি বাগানে সবজি ওঠানোর কাজে যান শরীফ। কিন্তু রাত সাড়ে ১০টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি করতে থাকেন তারা। পরে রাত ১১টার দিকে হারুনের সবজি বাগানে মৃত অবস্থায় তার স্বামীর লাশ পাওয়া যায়।
এই বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সোহেল আহমেদ জানান, সবজি বাগানে লাশ খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি।
ডিজে