চট্টগ্রামের আনোয়ারায় এক বৃদ্ধকে মারধরের মাসলায় জামিন চাইতে গেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
ছাত্রলীগ কর্মীর নাম এরফান হোসেন (২৬)। তিনি উপজেলার বরুমছড়া এলাকার এলোয়ার হোসেনের ছেলে।
সোমবার (৪ নভেম্বর) চট্টগ্রাম আদালতে জামিন চাইতে গেলে বিচারক জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠান।
মামলা সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর সন্ধ্যা ৭টার সময় উপজেলার বরুমছড়া এলাকায় সম্পত্তি বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় নারী বৃদ্ধসহ একাধিক লোক আহত হন। পরে বৃদ্ধ আব্দুল মান্নান তিন জনকে আসামি করে ২৪ অক্টোবর রাতে থানায় মামলা দায়ের করেন।
মামলার অন্য দুই আসামি হলেন—এলোয়ার হোসেন (৫০) ও কুলসুমা খাতুন (৪০)।
বিষয়টি নিশ্চিত করে মামলার বাদি পক্ষের আইনজীবী বেলায়েত হোসেন বলেন, আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। তার বিরুদ্ধে অতীতে ভূমিদস্যুতা, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। আমরা বিষয়টি আদালতকে অবহিত করেছি। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
ডিজে