চট্টগ্রামের আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃদ্ধসহ আহত হয়েছেন আরও তিনজন।
আহতরা হলেন—তাওহিদ মাহমুদ সাউবান (১৮), তাওসিফ মাহমুদ সাবিল (১৫), আব্দুল খালেক চৌধুরী (৭৪) ও আতিকুল হক (৩৫)।
শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নাজমুন নাহার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
আসামিরা হলেন—মো. রফিক (৪০), নুরুল আলম (৪৫), নুরুচ্ছফা (৫০), নুর হোসেন (৪২), মানিক সিকদার (৩৫), রিদুওয়ান সিকদার (৩০), হাবিব উল্লাহ (৪৮), রোকন উদ্দিন (২৮), মহিউদ্দিন (৩২), জসিম (৩২)।
মামলার এজহারে নাজমুন নাহার উল্লেখ করেন, আমার মৌরশী মালিকানাধীন জায়গায় নির্মাণাধীন স্থাপনা দেখতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এসময় তাওহিদ মাহমুদ সাউবান (১৮), তাওসিফ মাহমুদ সাবিল (১৫), আব্দুল খালেক চৌধুরী (৭৪) ও আতিকুল হক (৩৫) গুরুতর আহত হন। অভিযুক্তরা নগদ টাকা এবং মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মো. রফিকের মুঠোফোনে নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিজে