আনোয়ারায় পূর্ব বারখাইনের বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা শুক্রবার

চট্টগ্রামের আনোয়ারায় সামাজিক সংগঠন ‘আমাদের পূর্ব বারখাইন’র উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, গুণিজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং চড়ুইভাতি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (৩০ ডিসেম্বর)।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।

বিশেষ অতিথি থাকবেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোহাম্মদ হাছান, ৬ নম্বর বারখাইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল, আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মন্নান।

এছাড়া ৩০০ টাকা শুভেচ্ছা ফি দিয়ে বারখাইন ইউনিয়নের ৬ ওয়ার্ডের যেকোনো বাসিন্দা চড়ুইভাতিতে অংশগ্রহণ করতে পারবেন।

এ উপলক্ষে সম্প্রতি এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. আমান উল্লাহ চৌধুরী (শায়ের)।

বক্তব্য রাখেন ৬ নম্বর বারখাইন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মুছা, তানভীর উদ্দীন চৌধুরী শাওন, অনুপ দত্ত, রেজাউল হক দিদার, আনিসুর রেহমান রনি, নিজাম আহাম্মেদ, দিদারুল ইসলাম মুরাদ।

আরও উপস্থিত ছিলেন আনিসুর রহমান, তানজিম উদ্দীন চৌধুরী পাপন, শাহরিয়ার আনোয়ার, শাহরিয়ার জিকো, শাহরিয়ার আহমেদ, মো. সোহেল, নয়ন খান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm