আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে আয়েশা ছিদ্দিকা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) বিকাল ৫টায় উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামে এ ঘটনা ঘটে।

আয়েশা ছিদ্দিকা (৫) পীরখাইন তৌহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, দাদার সঙ্গে মসজিদে গিয়েছিল আয়েশা। দাদা নামাজে থাকা অবস্থায় মসজিদের পুকুর ঘাটে অপেক্ষা করছিলে সে। পরে দাদা বের হয়ে দেখে আয়েশা নেই। ঘণ্টাখানেক পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ তাকে আনোয়ারা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ জানান, বিকালে তাকে (আয়েশা) আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm