আনোয়ারায় পিঁপড়া মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধরে পিঁপড়া মারার ওষুধ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। এর আগে ৮ সেপ্টেম্বর পিঁপড়া মারার ওষুধ খেয়ে ফেলে সে।

মৃত ওই শিশুর নাম মোহাম্মদ (৩)। সে ওই গ্রামের বাসিন্দা সাজ্জাদ হোসেনের ছেলে।

জানা গেছে, রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঘরের মধ্যে রাখা পিঁপড়ার মারার ওষুধ খেয়ে ফেলে মোহাম্মদ। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা গুরুতর হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।তিনদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত সাড়ে ১১টার সময় তার মৃত্যু হয়।

মোহাম্মদের চাচা সাহেদ হোসেন জানান, মোহাম্মদ সবসময় হাসিখুশিতে থাকতো। সে আমাদের সবার নয়নমণি ছিল। তার এমন মৃত্যুতে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি।

স্থানীয় ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান ইলিয়াস খোকন জানান, আমার এলাকায় এক শিশুর মৃত্যু হয়েছে। আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং খোঁজ খবর নিচ্ছি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm