চট্টগ্রামের আনোয়ারায় নোংরা পরিবেশে ও ক্ষতিকর উপায়ে খাদ্য প্রস্তুত করায় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে বিসমিল্লাহ ফুড বেকারি নামের এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলার বটতলী রুস্তম হাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ জরিমানা করেন।
মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে এক বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।’
ডিজে