আনোয়ারায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় বন্ধুদের দিয়ে প্রেমিকাকে ধর্ষণের ঘটনায় এজহারভুক্ত ১ নম্বর আসামি রকি দত্তকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধা সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি জেলার মহিলা কলেজ রোড এলাকায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে রকিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রকি দত্ত (২০) আনোয়ারা উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বিধান দত্তের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।

s alam president – mobile

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার নুরুল আবছার বলেন, ‘অভিযান চালিয়ে রকিকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অভিযোগের বিষয়টি স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।’

গত ১৫মার্চ উপজেলা চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা কালাগাজী সড়কের একটি কলাবাগানে নিয়ে গিয়ে প্রেমিক রকি, তার বন্ধু পলাশ, শিপংকর ও চন্দন মিলে এক কিশোরীকে (১৬)ধর্ষণ করেন। পরে ভিকটিম লিখিত অভিযোগ দেওয়ার পর থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়।

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!