আনোয়ারায় তৌহিদের ‘হ্যাটট্রিক’ জয়ের স্বপ্নভঙ্গ মোজাম্মেলের হাতে

ব্যবধান ২২ হাজার ভোটের

বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মাধ্যমে তৃতীয় ধাপের চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুইবারের চেয়ারম্যান তৌহিদুল চৌধুরীকে পরাজিত করে হ্যাটট্রিক জয়ের স্বপ্নভঙ্গ করেছেন কাজী মোজাম্মেল হক।

বুধবার (২৯ মে) অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ৫৮ হাজার ৮৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের কাজী মোজাম্মেল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের তৌহিদুল হক চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮০৭ ভোট।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে এমএ মান্নান মান্না (চশমা)৩১ হাজার ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চুমকি চৌধুরী (হাঁস) ৪৫ হাজার ৯৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আনোয়ারায় মূলত লড়াইটা ছিল অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সঙ্গে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির। এ লড়াইয়ে শেষ পর্যন্ত জাবেদ সমর্থিত প্রার্থী হেরেছে ২২ হাজার ভোটের ব্যবধানে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আনোয়ারায় মোট ৭৪টি কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৮৮৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৯ হাজার ২২১ জন।

এবার চেয়ারম্যান পদে তৌহিদুল হক চৌধুরী (দোয়াত-কলম), অধ্যাপক এমএ মান্নান চৌধুরী (মোটরসাইকেল), কাজী মোজাম্মেল হক (আনারস) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm