আনোয়ারায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস গৃহবধূর

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিয়ের সাত মাসের মাথায় গলায় ফাঁস দিয়ে জুলি আক্তার (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যার করেছে।

রোববার (৪ জুন) উপজেলার বারখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম ঝিউরী গ্রামে নিজ ঘরের চালের বিমের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

জানা গেছে, নিহত জুলি আক্তার উপজেলার ৫ নম্বর বরুমছড়া ইউনিয়নের ৭ নম্বর ভরাচর গ্রামের মৃত আবুল বশরের মেয়ে।

গত বছরের নভেম্বর বারখাইন ইউনিয়নের আবুল হাশেমের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় জুলির। আবুল হাশেম পেশায় একজন রাজমিস্ত্রি।

ঘটনার বিষয়ে নিহতের দেবর আবুল বশর জানান, ১০টার দিকে দোকান থেকে কেনাকাটা করেন ভাবী। পরবর্তীতে নিজ রুমে চলে যান। দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে ভাবীর রুমে গিয়ে দরজা বন্ধ পাই। পরে জানালা দিয়ে দেখতে পাই, ঘরের চালের বিমের সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!