আনোয়ারায় আগুনে পুড়ে ১১ বসতঘর ভস্মিভূত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আগুনে পুড়ে ১১ বসতঘর ভস্মিভূত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পরুয়াপাড়া গ্রামের ইয়াছিন তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইসহাক মেম্বার।

s alam president – mobile

জানা গেছে, ভোর ৫টার দিকে হাজির পুরাতন বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুন থেকে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm