প্রস্তাবিত বাজেটের স্বাগত মিছিলকে কেন্দ্র করে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের মামলায় পাঁচ আসামি আত্মসমর্পণ করলে জামিন দিয়েছেন আদালত।
৮ জুন সংঘর্ষে গুরুতর আহত আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মান্নান চৌধুরী ২৬ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
সোমবার (১০ জুন) বিকালে তারা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী এজেএম আরমান হাবিব।
জামিন পাওয়া আসামিরা হলেন—মোজাম্মেল হক ওরফে মোজাম্মেল (৩০), আলী আজম ওরফে লিটন (২৭), সাইদুর রহমান (৩২), মো. মুছা (৩৬) ও মো. বেলাল (৪০)।
আদালত সূত্র জানা গেছে, এ মামলায় ২৬ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন মোজাম্মেল হক ওরফে মোজাম্মেল (৪০), শাহাদাৎ হোসেন (৩৫), মো. মুছা তালুকদার (৪২), জিয়া উদ্দিন (৩২), নাজিম উদ্দিন (৪৫), মো. হাশেম (৪৫), তৌহিদুল ইসলাম (৩৮), শহিদুল ইসলাম ওরফে শাহিন (৫৫), নবী হোসেন (২৫), মনিরুল আলম (৩০), মো. মোজাহের (৩৪), মাকসুদ উদ্দিন বাচ্চু (৩৬), এরশাদ মিন্টু (৩৫), মো. বেলাল (৪০), মো. আইয়ুব (৩৫), তারেক আজিজ (৩৫), মোজাম্মেল হক ওরফে মোজাম্মেল (৩০), মো. আজাদ (৩৫), মো. সুমিন (৩৬), শামসুল আলম (৪০), মো. মাসুম (৩৫), মো. হানিফ (৩৫), মাঈন উদ্দিন খান মিন্টু (৫৫), আলী আজম ওরফে লিটন (২৭), সাইদুর রহমান (৩২) ও মো. মুছা (৩৬)।
এদিকে মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালালে শুক্রবার রাতে হ্যান্ডকাপসহ প্রধান আসামি মোজাম্মেলকে টানেলের মুখে ভোজনবাড়ি রেস্টুরেন্টের সামনে থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ও নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের অনুসারীদের মধ্য ব্যাপক সংঘর্ষ হয়।
গত ৭ জুন প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানানো নিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সেন্টার এলাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ও অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে জাবেদ অনুসারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মান্নান চৌধুরীসহ উভয় পক্ষের ২০ নেতাকর্মী আহত হন।
ডিজে