আনারসের দুই নেতাকে কুপিয়েছে দোয়াত-কলমের সমর্থকেরা

চট্টগ্রামের পটিয়ায় নির্বাচন চলাকালীন আনারস প্রতীকের দুই সমর্থককে কুপিয়েছে দোয়াত-কলম প্রতীকের সমর্থকেরা।

বুধবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম হাইদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় আনারস প্রতীকের কর্মী ও উপজেলা যুবলীগের আবায়ক কমিটির সদস্য আবুল হাসনাত মোহাম্মদ ফয়সাল (৪৫) ও মো. ওয়াসিমকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

আহত উপজেলা যুবলীগের আবায়ক কমিটির সদস্য আবুল হাসনাত মোহাম্মদ ফয়সাল বলেন, ও হাইদগাঁও ইউপির বহিস্কৃত চেয়ারম্যান বিএম জসিমের নেতৃত্বে সাকিবসহ ১০-১২ জন দোয়াত-কলমের সমর্থকরা রাম দা ও কিরিচ দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে।

ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm