আধিপত্য বিস্তারের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা কক্সবাজারে

কক্সবাজারে আধিপত্য বিস্তারের জেরে ছৈয়দ আলম প্রকাশ বিডিআর ছৈয়দ (৫১) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সদরের পাহাড়তলী ইসুলুঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছৈয়দ আলমের ছেলে জুয়েলকেও (২৬) কুপিয়ে জখন করা হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশি একদল দুর্বৃত্ত হঠাৎ করে ছৈয়দ আলম ও তার ছেলে জুয়েলকে ধারালো দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার এসআই আরিফের নেতৃত্বে একদল পুলিশ আহত পিতা-পুত্রকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছৈয়দ আলমকে মৃত ঘোষণা করেন।

এ রির্পোট লেখা পর্যন্ত (রাত ৯টা) আশংকাজনক অবস্থায় জুয়েলকে সদর হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কবীর বলেন, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা সংগঠিত হয়েছে বলে জানা গেছে। আরও তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm