আদালতে সাক্ষ্য দিতে এসে মারা গেলেন পুলিশের এসআই

আদালতে সাক্ষী দিতে যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় পার্থ রায় চৌধুরী (৩৬) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ ঘাতক মাইক্রোবাসকে আটক করতে পারলেও এর চালক পলাতক রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সাক্ষী দিতে আদালতে যাওয়ার পথে খাগড়াছড়ির গামারিঢালায় একটি মাইক্রোবাস পেছন থেকে পার্থ রায়কে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্থ রায় কিশোরগঞ্জের ইটনা থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি রাঙামাটিতে। পার্থ রায় দুই দিন আগেও খাগড়াছড়ি আদালতে একটি মামলায় সাক্ষ্য দিতে গিয়েছিলেন। তিন দিন আগে কিশোরগঞ্জ থেকে খাগড়াছড়ি এসেছিলেন তিনি। রোববার আদালতে সাক্ষ্য দিয়ে তিনি রাঙ্গামাটি যান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাঙ্গামাটি থেকে মোটরসাইকেলযোগে আদালতে আসছিলেন তিনি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মোটরসাইকেলে করে আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন পার্থ রায়। তিনি আগে খাগড়াছড়ি থানায় কর্মরত ছিলেন। তদন্ত কর্মকর্তা হিসেবে বেশ কিছু মামলার সাক্ষী ছিলেন তিনি।’

খাগড়াছড়ি আদালতের একজন আইনজীবী ইনাম মো. মেরাজুল ইসলাম বলেন, ‘পরশু দিনও (১৫ নভেম্বর) একটা মামলায় তাকে জেরা করেছিলাম। আজ (১৭ নভেম্বর) তিনি গামারিঢালায় বাইক এক্সিডেন্টে মৃত্যুবরণ করলেন।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘উপ-পরিদর্শক পার্থ রায়কে দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে মেডিকেল আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!