আদালতে বাবাকে খুনের বর্ণনা দিল ছেলে

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাবাকে হত্যার ঘটনায় ছেলে মো. হেলালকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ভাটিয়ারী রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এরপর তাকে বুধবার সকালে সীতাকুণ্ড থানা পুলিশ আদালতে চালান দেয়। আদালতে নিজের বাবাকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে হেলাল।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। তিনি বলেন, ‘নিজের বাবাকে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছে হেলাল। হেলাল ঘটনার সবকিছু বর্ণনা করেছে আদালতে।’

প্রসঙ্গত, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বেলাল হোসেনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে ছেলে হেলাল উদ্দিন (১৮)। কথা কাটাকাটির এক পর্যায়ে হেলাল বাসার আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় মো. বেলাল হোসেন তাকে বাঁধা দিলে হেলাল তাকে ছুরিকাঘাত করে। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয় বেলালের।

এ ঘটনায় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে ভাটিয়ারীর হাসনাবাদ এলাকা থেকে মো. হেলালকে গ্রেপ্তার করে পুলিশ।

আইএমই/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!