জাতীয় মুক্তিসংগ্রামের যে ইতিহাস তার পরতে পরতে জাতীয় চার নেতার অবদান স্বর্ণাক্ষরে লিখা রয়েছে। এই চার নেতা আমৃত্যু বঙ্গবন্ধুর নেতৃত্ব ও আদর্শের প্রতি অবিচল ছিলেন, ভালবেসেছেন নিজের জীবনের চেয়েও বেশি। বঙ্গবন্ধু কারারুদ্ধ থাকাকালে তারাই এ জাতিকে নেতৃত্ব দিয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেছেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু। চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মোড়ে এ সমাবেশ আয়োজন করা হয়।
যুবলীগ নেতা নুর নবী পারভেজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কোষাধক্ষ্য ডা. আরিফুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক আসিফ খান, ২৪ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর জাবেদ নজরুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ হান্নান, সাবেক কাউন্সিলর ফারহানা জাবেদ, বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক।
এ সময় দেবাশীষ পাল দেবু আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর আপোস নয়, সমঝোতা নয়, কাপুরুষতা নয়, হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করে বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থাকার নজিরবিহীন ইতিহাস বিনির্মাণ করেছেনতাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এ এইচ এম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলী। এই চারটি নাম বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ চারজনকে বাদ দিয়ে স্বাধীন বাংলাদেশের ইতিহাস লেখা অসম্ভব।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি গণআন্দোলনে ও সংগ্রামে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অপরিসীম ভূমিকা রেখেছিলেন এই চার নেতা। তাদেরকে বঙ্গবন্ধু প্রচণ্ড বিশ্বাস করতেন। সেইভাবে তিনি তাদের তৈরি করেছিলেন, যেন তাঁর অনুপস্থিতিতে তারা আন্দোলন সংগ্রাম এবং সর্বোপরি মুক্তি সংগ্রামকে সফলভাবে পরিচালিত করতে পারেন। বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি অবিচল থেকে তারা আদর্শের রাজনীতির এক উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন বিশ্ব রাজনীতির দরবারে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মো. ইউনুস, মারুফ আহম্মেদ, মো. মাঈনুল ইসলাম, ইমতিয়াজ বাবলা, মো. ইকবাল হোসেন, জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, মো. হাবিব মিঞা, মো. আমিন, কায়সার আলম, মনিরুল হক, আমিনুল ইসলাম, মো. ইসমাইল, মো. মারুফুল ইসলাম, আবু নাছের জু্য়েল, সাজিবুল ইসলাম সজিব, জোবায়ের হোসেন অভি, ইয়াসিন আরাফাত, ফরহাদ হাসান সিফাত, আবদুর রহিম, ফারুক হোসেন সুমন, নিলয় কুমার দাশ, আব্দুল্লাহ মামুন, আকবর জু্য়েল, আবিদ হাসান, সৈয়দ সুলতান ফাহিম, মো. সামিউর প্রমুখ।
এমএফও