আত্মহত্যা, ঝগড়ার পরই পোশাক শ্রমিক নারীর ঝুলন্ত লাশ

চট্টগ্রাম নগরী আকবরশাহ থানার বেলতলীঘোনা এলাকায় হীরা বেগম (৩১) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই সন্তানের জননী হীরা বেগমের বাড়ি কুমিল্লায়। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার স্বামী পেশায় ভ্যান চালক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বেলতলীঘোনা এলাকায় হীরা বেগম নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’

ওসি জহির আরও বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে তার পিতা রবিউল হোসেন থানায় লিখিতভাবে জানিয়েছেন তার মেয়ে আত্মহত্যা করেছে। আমরা আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করবো।’

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে হীরা বেগমের সঙ্গে তার প্রতিবেশীর ঝগড়া হয়। ঝগড়ার বিষয়টি হীরা বেগমের বাবা রবিউল হোসেন নিজেই মীমাংসা করে দেন। এরপর বিকেলে খবর পেয়ে আকবরশাহ থানা পুলিশ হীরা বেগমের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এফএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!