আত্মহত্যায় প্ররোচনা, বাকলিয়ায় ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়ায় আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগে ওমর ফারুক (৪৮) নামের ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) সকালে টেরিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওমর ফারুক ভোলার উত্তর সৈয়দপুর এলাকার আবদুর রহমান বাড়ির ইউনুস মিয়ার ছেলে এবং টেরিবাজার এলাকায় আলিফ কারখানার স্বত্বাধিকারী।

বাকলিয়া থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুপন মল্লিক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ওমর ফারুক নামের এক পোশাক এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওমর ফারুক বাকলিয়া থানার পোশাক শ্রমিক রুমা আকতার লায়লার এক নম্বর এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, চলতি বছরের ২৫ জুলাই নিহত রুমা আকতার লায়লার মা বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে একটি মামলা দায়ের করেন। এর আগে এ মামলার পাঁচ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। নিহত রুমা মানিকগঞ্জ জেলার সিংরাইল থানার আবদুল হকের বাড়ির মো. নাদিমের স্ত্রী। তিনি কালামিয়ার বাজার হাক্কানি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় থাকতেন।

মুআ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!