আটশো টাকা দিয়ে চকরিয়ায় শিশুকন্যাকে ফেলে উধাও পিতা
৭ বছর বয়সী মেয়েকে নাশতা করতে বলে হাতে আটশো টাকা ধরিয়ে দিয়ে রাস্তা থেকে উধাও হয়েছেন স্বয়ং জন্মদাতা পিতা। রাস্তায় ওই শিশুর কান্নাকাটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.হাবিবুর রহমান মেয়েটির ছবিসহ ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিলে ঘটনাটি জানাজানি হয়।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরশহরের কোরক বিদ্যাপীঠ এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। শিশুটির নাম তছলিমা জান্নাত। পিতার নাম মো. ছলিম ও মা মৃত লায়লা বেগম এছাড়া আর কোন তথ্য দিতে পারছেনা উদ্ধার হওয়া শিশু।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, ‘শিশুটিকে থানা হেফাজতে আনার পর আত্মীয়-স্বজনের খোঁজ না পেয়ে নিয়ম অনুযায়ী কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুণর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে জন্মদাতা পিতা কিভাবে একজন অবুঝ শিশুকে রাস্তায় ফেলে চলে যেতে পারল। সেটি ভীষণ অমানবিক। একজন পিতা কিভাবে এমন নিষ্ঠুর হয়।’
তিনি আরও বলেন, ‘অনুমান করা যায় ওই শিশুর মা মারা যাওয়ার পরে তার পিতা দ্বিতীয় বিয়ে করে। ওই সংসারে সৎ মায়ের কারণে হয়তো তার পিতা রাস্তায় এভাবে শিশুটিকে ফেলে চলে যায়।’
ওসি আরো বলেন, ‘শিশুর আত্মীয়-স্বজনরা যাতে বিষয়টি জানতে পারে এজন্য ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়েছে। তার নিকটাত্মীয় কেউ থানায় এসে যোগাযোগ করলে শিশুকে হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনগত সহায়তা দেয়া হবে।’
এসএস