আজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর দিন

চট্টগ্রাম মহানগরেই পাবে সাড়ে ৫ লাখ শিশু

সারা দেশের মতো চট্টগ্রাম মহানগরীতে প্রায় সাড়ে পাঁচ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে চট্টগ্রাম সিটি করপোরেশন। শনিবার (১১ জানুয়ারি) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সারা দেশেই ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুরা এই ভিটামিন পাবে।

নগরীর ৪১টি ওয়ার্ডে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী মোট ১ হাজার ২৮৮টি এবং ভ্রাম্যমাণ ২০টি কেন্দ্র থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৮০ হাজার শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লক্ষ ৫০ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হল শিশু মৃত্যুর ঝুঁকি ও ভিটামিন ‘এ’ এর অভাবজনিত শিশুর অন্ধত্ব প্রতিরোধ করা ও পুষ্টি বিষয়ক অন্যান্য কর্মসূচি সমন্বিতভাবে বাস্তবায়ন করা।

গত বছরের ২২ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে চসিক থেকে ৬-১১ মাস বয়সী ৭৮ হাজার ৫৯৯ এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৪৩ হাজার ৫৮২ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেয়েছিল, যা অর্জিত লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!