আজ থেকে সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল আরও ৭ টাকা, ইতিহাসে সর্বোচ্চ

0

সয়াবিন তেলের প্রতি লিটারে ৭ টাকা দাম বেড়ে গেল আজ থেকে। এ অনুযায়ী আজ বুধবার থেকে ১৬০ টাকা দরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে। এই দাম যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

বাণিজ্য মন্ত্রণালয় এ কথা জানিয়ে দিয়েছে মঙ্গলবারই (১৯ অক্টোবর)। সয়াবিন তেলের আগের দর ছিল ১৫৩ টাকা।

এখন পাঁচ লিটারের এক বোতল তেল ৭৬০ টাকায় বিক্রি হবে; যা আগে ছিল ৭২৮ টাকা। এ ছাড়া বোতলজাত পাম সুপার তেল ১১৮ টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা।

s alam president – mobile

এদিকে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়েছে, খোলা সয়াবিন তেলের খুচরা মূল্য প্রতি লিটার ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান জানান, মূলত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধির পাওয়ায় ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ‘রিফাইনাররা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৮ টাকা নির্ধারণের প্রস্তাব করলেও আলোচনার পর প্রতি লিটার ১৬০ টাকা টাকা নির্ধারণ করা হয়েছে।’

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!