বাবা-মা’র কাছে পৃথিবীর শ্রেষ্ট সম্পদ তার সন্তান । এ সন্তানদের বড় করতে বাবা মা জীবনের প্রতিটি পথচলায় মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে । আশা থাকে ছেলে আমার বড় হয়ে দেশ ও জাতির সেবা করবে । বয়ে আনবে বাবা মা , সমাজ ও দেশের সুনাম । বাবা মায়ের যতই কষ্ট বুকে জমা থাকনা কেন আদরের সন্তানের কাছে গেলেই সব দু:খ কষ্ট মুছে যায় ।
সন্তান জন্ম নেওয়ার পর থেকে সবার আদরের মায়ায় বন্দি হয়ে ধিরে ধিরে বড় হয়ে উঠে । হাসি কান্নায় তার দিন চলে । বছর ঘুরে আসে সবাইকে নিয়ে আনন্দ করার শুভ জন্মদিন ।
তেমনি আজ আমাদের দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক শ্রদ্ধেয় দাদা আয়ান শর্মার কলিজার টুকরা সন্তান সকলের আদরের দুলাল কৈলাশ শর্মা শব্দ’র প্রথম শুভ জন্মদিন ।
বাবা তুমি বড় হও তোমার বাবা মায়ের বুক ভরা সপ্ন পূরণে । তোমার জন্য সবার অনেক অনেক আদর ও ভালবাসা থাকবে চিরকাল । সুন্দর এ পৃথিবীতে তুমি বড় হও সুন্দর ভবিষ্যত নির্মাণে । তোমার জন্য শুভ কামনা । সবাই তার জন্য দোয়া/আশির্বাদ করবেন ।
শুভেচ্ছান্তে-
দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পরিবার