আগ্রাবাদে বিটুমিনের গাড়ি জ্বলছে হঠাৎ আগুনে
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার লাকী প্লাজার পিছনের এক্সেস রোডে টিএন্ডটি স্কুলের সামনে সড়ক সংস্কারের কাজে ব্যবহৃত বিটুমিনের গাড়িতে আগুন লেগেছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার (৩ নভেম্বর) আগ্রাবাদ বেপারী পাড়ার মুখে একইভাবে বিটুমিনের অন্য একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা কফিল উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে আমাদের আগ্রাবাদ স্টেশন এবং বন্দর স্টেশন থেকে তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছেন।’
এসআর/সিপি