চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ কমার্স কলেজ রোডের হোসেন চেম্বারের নিচতলায় নতুন করে যাত্রা শুরু করলো ‘বাসমতি রেস্টুরেন্ট’।
বুধবার (৯ এপ্রিল) এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শফিক আহমদ, একুশে পদকপ্রাপ্ত ও মমতা’র প্রধান নির্বাহী লায়ন রফিক আহমদ, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল আলম জুয়েল এবং দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ৩১৫-বি এর ২য় ভাইস চেয়ারম্যান লায়ন কামরুজ্জামান লিটন, বাসমতি রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন আল হাশেম এবং পরিচালকবৃন্দ সৈয়দ হোসাইন রাইফ, নুরুল ইসলাম রুবাব, মোশারফ হোসেন ভূঁইয়া, চৌধুরী শাহাদাত হোসেন, ডা. জেএম মুর্শিদ, আবরার ইবনে শিহাব, রুবাইয়াত, সৈয়দ হাসান খান ইউসুফজাই, দিলীপ এস রোজারিও এবং এইচ এম সালাউদ্দীনসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নতুন এই রেস্টুরেন্টে প্রতিদিন পরিবেশিত হবে বাংলা, চাইনিজ, থাই, ইন্দোনেশিয়ান, ইন্ডিয়ান এবং এরাবিয়ান খাবার। এছাড়াও থাকছে পার্টি হল বুকিংয়ের সুযোগ ও আকর্ষণীয় বুফে লাঞ্চ ও ডিনারের আয়োজন।
উদ্বোধনী আয়োজনে অতিথিরা রেস্টুরেন্টের পরিবেশ ও মেনুর বৈচিত্র্য সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং বাসমতি রেস্টুরেন্টের সফলতা কামনা করেন।