আগ্রাবাদে নৌবাহিনীর দুই সদস্য কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত

চট্টগ্রাম নগরীতে ধেয়ে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় এবার আহত হয়েছেন নৌবাহিনীর মোটরসাইকেল আরোহী দুই সদস্য।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং মোড়ে এই ঘটনা ঘটেছে।

আগ্রাবাদে নৌবাহিনীর দুই সদস্য কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত 1

জানা যায়, আগ্রাবাদ থেকে ইপিজেডের দিকে যাওয়ার পথে তীব্র গতিতে ধেয়ে আসা একটি কাভার্ডভ্যান একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। নিজ কর্মস্থলে যাওয়ার পথে এ ঘটনায় গুরুতর আহত হন নৌবাহিনীর দুই সদস্য। তাদের নাম কায়েস ও হাসান বলে জানা গেছে।

গুরুতর আহত দুজনকে তৎক্ষনাৎ মেডিকেল হাসপাতালে পাঠায় পুলিশ।

বন্দর থানার ওসি মাহফুজ রহমান বলেন, বিকাল তিনটায় নৌবাহিনীর মোটরসাইকেল আরোহী দুই সদস্যকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। ওই কাভার্ডভ্যানের নম্বর ঢাকা-মেট্রো-২০-৬৯২৬।

Yakub Group

তিনি জানান, আহত দুজনকে মেডিকেলে পাঠানো হয়েছে। ড্রাইভার পলাতক। তবে কাভার্ড ভ্যানটি আটক করে বন্দর থানায় আনা হয়েছে।

ওসি মাহফুজ বলেন, এ নিয়ে কোন মামলা দায়ের করা হয়নি। নৌবাহিনী থেকে লোক এসেছেন, কিন্তু কোন মামলা করেননি। নৌবাহিনীর পক্ষ থেকে বিষয়টি দেখা হবে বলে তারা জানান।

আরএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!